ঢাকা: আফগানিস্তানে যাত্রীবাহী বাস ও জ্বালানি পদার্থবাহী একটি ট্যাঙ্কারের মুখোমুখে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।
কর্তৃপক্ষের দাবি, হতাহতরা মাদক (আফিম) ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র জাবিদ ফয়সাল সংবাদ মাধ্যমকে বলেন, “দুর্ভাগ্যবশত ভোর চারটার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জ্বালানিবাহী একটি ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে ৩০ জন নিহত ও ১০ জন আহত হয়। ”
তালেবানরা ট্যাঙ্কারটিতে আগুন ধরিয়ে দেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে- এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে নাজুক যোগাযোগের জন্য পার্বত্য দেশ আফগানিস্তানের কুখ্যাতি রয়েছে। প্রায়ই দেশটিতে এ ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময় : ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com