ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘লাতিন আমেরিকায় ক্যান্সার মহামারি আকার ধারণ করতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, এপ্রিল ২৬, ২০১৩
‘লাতিন আমেরিকায় ক্যান্সার মহামারি আকার ধারণ করতে পারে’

ঢাকা: অদূর ভবিষ্যতে লাতিন আমেরিকার দেশগুলোতে ক্যান্সার মহামারি আকারে ছঁড়িয়ে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তাই দেশগুলোর সরকার প্রধানদের জনগনের স্বাস্থ্য সেবা উন্নয়নে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিশেজ্ঞরা।



সম্প্রতি ব্রিটিশ জার্নাল ‘দ্য ল্যানসেট অনকোলজি’তে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য প্রকাশ করেন বিজ্ঞানীরা। একইসঙ্গে দরিদ্রদের স্বাস্থ্যসেবা উন্নয়নে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ বাড়ানোর প্রতি জোর দেন গবেষকরা।

গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন, যুক্তরাষ্ট্রে যেখানে প্রতি ৩৭ জনের মধ্যে ১৩ জন, ইউরোপে ৩০ জনের মধ্যে ১৩ জন ক্যান্সারে মারা যায় সেখানে ল্যাটিন আমেরিকায় প্রতি ২২ জনের মধ্যে ১৩ ক্যান্সারে জন মারা যায়। বিজ্ঞানীরা জানান, এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় ওই অঞ্চলে ক্যান্সার কতটা ভয়াবহ রূপ লাভ করেছে।

ক্যান্সারে অধিক মৃত্যুহারের কারণ হিসেবে বিজ্ঞানীরা উল্লেখ করেন, অঞ্চলটিতে অনেকেই দেরি করে ক্যান্সারের চিকিৎসা করাতে আসেন। তখন ডাক্তারদের কিছুই করার থাকে না। ফলে রোগীর জন্য অপেক্ষা করে অনিবার্য মৃত্যু।
গবেষকরা বলছেন, ২০৩০ সালের মধ্যে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে যাবে।   এদের মধ্যে ১০ লাখ মারা যাবে।

এর ফলে ওই অঞ্চলে দেশগুলো ৪ বিলিয়ন ডলার সমপরিমান অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে। এটা শুধুমাত্র রোগীদের ওষুধ ও চিকিৎসার খরচের জন নয়, অকাল-মৃত্যুর কারণে ওই দেশ গুলোর অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।

বিজ্ঞানীরা বলেন, দেশগুলোতে অনেক দরিদ্র ও উপজাতীয় জনগণ আছে যারা ক্যান্সারের চিকিৎসা করাতে পারেন না। চিকিৎসা ক্ষেত্রে বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রতি নজর দিকে সরকার প্রধানদের প্রতি আহ্বান জানান বিজ্ঞানীরা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।