ঢাকা: ফিলিপাইনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে স্থানীয় শহরের মেয়রের কন্যাসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন নুনুনগান শহরের মেয়র ও দেশটির ক্ষমতাসীন সরকারের জোটসহকারি ন্যাশনালিস্ট পিপলস কোয়ালিশন পার্টির সদস্য আবদুল মালিক মনমপারানসহ অনেকে।
শুক্রবার দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আবদুল মালিক মনমপারানের নির্বাচনী শোডাউনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বন্দুকধারীরা। দক্ষিণ ফিলিপাইনের লানাও দ্য নর্তে প্রদেশের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় কাজ করছিলেন তারা।
সংশ্লিষ্ট এলাকার সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দানিয়েল লুসেরো সংবাদ মাধ্যমকে বলেন, “এ ঘটনা রাজনৈতিক অথবা পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে ঘটতে পারে। ” তবে ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
আগামী ১৩ মের’ নির্বাচনকে সামনে রেখে চলা এ নির্বাচনী প্রচারণায় হামলা চালানোর নিন্দা জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com