ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সম্রাট জোসেফের চুল নিলামে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, এপ্রিল ২৬, ২০১৩
সম্রাট জোসেফের চুল নিলামে বিক্রি

ঢাকা: আশির দশকের অস্ট্রিয়ান বংশোদ্ভূত হাঙ্গারিয়ান সম্রাট ফ্রাঞ্জ জোসেফের এক গুচ্ছ চুল নিলামে দর হাঁকিয়ে প্রায় ১৪ লক্ষ টাকায় (১৩,৭২০ ইউরো) বিক্রি হয়েছে। এটা প্রত্যাশিত দামের চেয়ে ২০ গুণ বেশি।



সম্রাট মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে চুলগুচ্ছ তার ব্যক্তিগত কর্মচারি জুগান কেটার্ল (১৮৫৯-১৯২৮ সাল) এর কাছে সংরক্ষণে ছিল। সম্রাট মারা যাওয়ার পর জুগেন কেটার্ল তাকে নিয়ে বইও প্রকাশ করেন।

ফ্রাঞ্জ জোসেফ ১৮৪৮-১৯১৬ সাল পর্যন্ত ইউরোপে রাজত্ব করে গেছেন। তিনিই ইউরোপকে সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেছিলেন।

২০১১ সালে টিনেজ তারকা জাস্টিন বিবারের একগুচ্ছ চুল অনলাইন মার্কেট প্লেস ইবে’তে প্রায় ৩০ লক্ষ টাকায় (২৫ হাজার পাউন্ড) বিক্রি হয়েছিল।

২০১০ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ান বেনাপোর্টের একগুচ্ছ চুল নিউজিল্যান্ডে নিলামে ওঠানো হলে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকায় (৮ হাজার ৬০০ ডলার) বিক্রি হয়।

বাংলদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন ও নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।