ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভূত হয়ে ফিরে এলেন জ্যাকসন!

বুশরা ফারিজমা হুসাইন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, এপ্রিল ২৬, ২০১৩
ভূত হয়ে ফিরে এলেন জ্যাকসন!

ঢাকা: কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসন ভূত হয়ে ফিরে এসেছেন তার ক্যালিফর্নিয়ার বাড়িতে। হাস্যকর মনে হলেও এমনটাই দাবি প্রয়াত তারকার বোন লা তোয়ার।



মাইকেলের তিন সন্তান-প্রিন্স, প্যারিস আর ব্ল্যাঙ্কেট তাদের দাদি অর্থাৎ মাইকেলের মা ক্যাথরিনের সাথে ওই বাড়িতে থাকেন।

তোয়ার মতে, মাইকেল তার তিন সন্তানের দেখা শোনার জন্যই তার লস এঞ্জেলসের বাড়িটায় ভুত হয়ে ফিরে এসেছেন।

তোয়া আর জ্যাকসনের প্রতিবেশীদের ভাষ্যমতে, রাতের নিস্তব্ধতায় প্রায়শই মাইকেলের আত্মাকে নাচতে, গাইতে দেখা যায়।

প্রয়াত তারকার এক প্রতিবেশী বলেন, “অনেকেই বাড়িটা থেকে গুনগুন এমন কি গান আর নাচের শব্দও শুনতে পাচ্ছে। ”

ব্যাপারটা অনেক অদ্ভুত। তার ‘থ্রিলার’ নামক গানটির পর থেকে মৃত্যুর পরের জীবন নিয়ে তার কৌতুহল সম্পর্কে অনেকেই জেনে থাকবেন। বলা বাহুল্য, জ্যাকসন প্রেতাত্মায় বিশ্বাস করত। আর এখন তারই আত্মা ফিরে এসেছে বলে দাবি তার প্রতিবেশীদের।
 
মাইকেলের বোন তোয়া তার ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য আধ্যাত্মিক বিষয়ে পণ্ডিত ব্যক্তির সাহায্য নিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে যদি মাইকেল কিছু বলতে চায় তবে আমি তা জানতে চাই। ”

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ জুন পপ সংগীতের রাজা মাইকেল জ্যাকসন তার “বেভারলি হিল” নামক বাড়িতে মারা যান। অভিযোগ রয়েছে, তার চিকিৎসক তাকে মাত্রাতিরিক্ত ‘প্রোপোফল’ নামক ব্যথানাশক ওষুধ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।