ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে হাসপাতাল ভবনে ধস, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, এপ্রিল ২৬, ২০১৩
মধ্যপ্রদেশে হাসপাতাল ভবনে ধস, নিহত ১

ঢাকা: ভারতের মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের একটি ভবন ধসে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এছাড়া, রোগীসহ ২০ জনের মতো আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে প্রদেশের রাজধানী ভূপালের ফতেহগড় শহরতলীর কস্তুর্বা গান্ধী হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের (সার্জিকাল ওয়ার্ড) ভবনটি ধসে পড়ে।

সেনাবাহিনী ও স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।