ঢাকা: ভারতের মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের একটি ভবন ধসে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে প্রদেশের রাজধানী ভূপালের ফতেহগড় শহরতলীর কস্তুর্বা গান্ধী হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের (সার্জিকাল ওয়ার্ড) ভবনটি ধসে পড়ে।
সেনাবাহিনী ও স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com