ঢাকা: রেকর্ড দামে বিক্রি হলো নীল হীরা। নিলামে ৬.২ মিলিয়ন ইউরোতে বিক্রিত বিরল এই হীরা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।
সাড়ে পাঁচ ক্যারেট ওজনের ওই হীরাটির প্রতি ক্যারেটের দাম ওঠে ১.৮ মিলিয়ন ডলার। বৃহস্পতিবার লন্ডনের বিলাসবহুল বনহামসে এই নিলাম সম্পন্ন হয়।
বনহামসের পরিচালক জিন ঘিকা বলেন, যে দামে হীরাটি বিক্রি হয়েছে তাতে আমরা দারুণ খুশি। বিক্রির আগে যারাই হিরাটি দেখেছেন তারাই মুগ্ধ হয়েছেন।
তিনি আরো জানান, ৫ ক্যারেটের উপর নীল হীরা বাজারে একদমই বিরল। আমরা এমন একটি অদ্বিতীয় হীরা বিক্রি করতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছি।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর