আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের বিধানসভায় ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ হয়েছে। শুক্রবার পেশ হওয়া বাজেটে রাজ্যের ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৯৪১৬.৪৯ কোটি টাকা, যা গত বছরের সংশোধিত ব্যয় বরাদ্দের তুলনায় ১৩ দশমিক ৬৯ শতাংশ বেশি।
পেশ করা বাজেটে ঘাটতি বাজেটের পরিমাণ ২০৫ দশমিক ৩৯ কোটি টাকা, যা গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে কম।
বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী। শুক্রবার থেকে শুরু হয়ে আগামী ১৯ মে পর্যন্ত চলবে এ বাজেট অধিবেশন। বাজেট উত্থাপন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এই বাজেট করা হয়েছে রাজ্যের গরীব মানুষের কথা মাথায় রেখেই। ” উল্লেখ্য এবারের বাজেটে কোন নতুন কর আরোপ করা হয়নি।
অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে বলেন, “রাজ্যে সরকারি দপ্তরে নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে। রাজ্য সরকারের যেমন যেমন প্রয়োজন ঠিক সেভাবেই নতুন কর্মচারী নিয়োগ করা হবে। অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্পে প্রতি শ্রমিকের জন্য এতদিন রাজ্য সরকার ব্যাঙ্কে জমা দিত ২৫ টাকা করে। এখন থেকে তা বাড়িয়ে করা হয়েছে ৫০ টাকা। বাড়ানো হয়েছে শিক্ষার্থীদের জন্য স্টাইপেন্ডের পরিমাণও। নতুন আবাসিক স্কুল গড়ার কথাও বলা হয়েছে এবারের বাজেটে। ”
বাজেটে শিক্ষা, স্বাস্থ্যের মতো বিষয়গুলিতে জোর দেয়া হয়েছে। জোর দেয়া হয়েছে পরিকাঠামো নির্মাণেও। তবে রাজ্যের সরকারী শিক্ষক কর্মচারীদের জন্য এবারের বাজেটে নতুন কিছুই নেই।
ধর্মীয় সংখ্যালঘু মানুষের জন্য সাচার কমিটির সুপারিশ কার্যকর করা, আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইনের কাজ দ্রুত শেষ করা, আখাউড়া-আগরতলা রেল সংযোগের কাজ দ্রুত শেষ করা, খাদ্য নিরাপত্তা বিল দ্রুত কার্যকর করাসহ বেশ কিছু দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৩
তন্ময়/সম্পাদনা: হুসাইন আজাদ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর