ঢাকা: যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ৯/১১ হামলাকারী একটি বিমানের একটি ধ্বংসাবশেষ গ্রাউন্ড জিরোর মসজিদের পেছন থেকে উদ্ধার করা হয়েছে।
নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন বলেন, “ম্যানহাটনের বাণিজ্যিক এলাকার ৫০ মারি স্ট্রিট ও ৫১ পার্ক প্যালেসের মাঝের সঙ্কীর্ণ জায়গায় গিয়ারের অংশটি পাওয়া গেছে।
পুলিশ আরো জানায়, ধ্বংসাবশেষটিতে বিমান সনাক্তকারী নাম্বারটি পরিষ্কার ভাবে দৃশ্যমান।
পুলিশ জায়গাটিকে অপরাধের স্থল মনে করছে। তারা গিয়ারটির ছবি তুলবেন এবং একজন মেডিকেল এক্সামিনার ঘটনাস্থলটি পর্যবেক্ষণ করে দেখবেন কোন দেহাবশেষ আছে কিনা।
২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইনটাওয়ারে আল-কায়েদার জঙ্গি হামলায় ৪টি যাত্রীবাহী বিমান অপহরণ করা হয়েছিল, যার মধ্যে ২টি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে হামলা করে। ঐ হামলায় প্রায় ৩৫০০ হাজার মানুষ নিহত হয়।
হামলার পর প্রায় ১২ বছর পেরিয়ে গেলেও এখনও ঘটনাস্থল ও আশপাশ থেকে ধ্বংসাবশেষ ও মানুষের দেহাবশেষ খুঁজে পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৩
সম্পাদনাঃ আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com