ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৯৩ বছরের মডেল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, এপ্রিল ২৭, ২০১৩
৯৩ বছরের মডেল!

ঢাকা: স্টাইল আর ফ্যাশনের জগত মানেই যেন তা শুধুই তরুণদের জন্য। এই ধারণাটিকেই ভুল প্রমাণ করতেই ২০০৮ সালে ‘এ্যাডভান্সড স্টাইল’ নামের একটি ব্লগ তৈরি করলেন ৩১ বছরের তরুণ আলোকচিত্রী আরি সেথ কোহেন।

ব্লগটির উদ্দেশ্য, নিউইয়র্কে বসবাসরত স্টাইলিশ বয়োজ্যেষ্ঠ নাগরিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

শুরু হল তার পথচলা। আর তারই ধারাবাহিকতায় পেয়েও গেলেন তার ব্লগের জন্য প্রথম মডেল।

৯৩ বছরের ইলোনা রয়েস স্মিথকিন। কখনো ভাবেননি তিনিই হয়ে উঠবেন একটি আন্তর্জাতিক ফ্যাশন হাউসের তরুণ আলোকচিত্রীর সমস্ত ধ্যান- ধারণার কেন্দ্রবিন্দু।

ব্যাক্তিত্বসম্পন্ন পোশাক-আশাক আর অগ্নি-লাল চুলের সঙ্গে বড় বড় অক্ষি-পল্লবে নিজেকে বেশ অন্য রকম ভাবেই সাজিয়ে রেখেছেন তিনি। আশির দশকের এই চিত্রশিল্পীর নিজেকে সাজিয়ে রাখার এই ধরনটা কোহেনকে বেশ মুগ্ধ করল।

কোহেনের ভাষায়, “আমি জানতাম আমি তাকে খুঁজে পাবই...তিনি যেন ঠিক আমার ছোটবেলার আঁকা সেই ভাবপূর্ণ, রঙিন বয়স্ক নারী ছবির কেউ...”।

১৮মাস অপেক্ষার পর শেষ ম্যানহ্যাটনের ওয়েস্ট ভিলেজের রাস্তায় একদিন ইলোনার দেখা মেলে। উজ্জ্বল রঙ্গের ট্র্যাকস্যুট আর বাতাসে ওড়া চমৎকার লাল চুলে তাকে বেশ লাগছিল। তিনি রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আর তাকে দেখমাত্রই কোহেন জানত তাকেই তার দরকার।

কোহেন এগিয়ে গেলেন তার সঙ্গে কথা বলতে। ইলোনার সঙ্গে কথা বলতেই তিনি বলে উঠলেন, “যখন তুমি বুড়ো হবে তখন তোমার কাছে অনেক চমৎকার জিনিসপত্রের সংগ্রহ থাকবে। আমি যখন কিশোরী ছিলাম তখন আমাকে কেমন দেখাচ্ছে, আমাকে মানুষ পছন্দ করবে কি না-এসব নিয়ে বেশ উদ্বিগ্ন থাকতাম। কিন্তু এখন আমি নিজেকে অনেক পছন্দ করি, আর আমি আমার সৃজনশীল দিকটা বছর খানেক আগের থেকেই তুলে ধরছি। ”

কোহেন বেশ উৎসাহ নিয়েই বললেন, “আমি তার ভাবপূর্ণ শৈলীকে বেশ ভালবাসি। ইলোনা এক ধরনের আকর্ষণ তৈরি করেন যা আমার তরুণ বন্ধু-বান্ধবরাও তৈরি করতে পারেনা। ”

ফ্যাশন ও সৌন্দর্য্য বিষয়ক ম্যাগাজিন কসমোপলিটনের সৌন্দর্য, ফ্যাশন এবং বিজ্ঞাপন বিভাগের প্রাক্তন পরিচালক কারপাতি এ বিষয়ে বলেন, “এটা ছাড়া বাদ-বাকি আর সবই তরুণ সমাজের কাছে বাণিজ্যিকভাবে প্রচার করা হয়েছে। তবু যখন বয়স্ক নারীদের জন্য ভাল কোনো পণ্যের বিজ্ঞাপন তৈরি করা হয় তখন তাকে বয়স-প্রতিরোধক ( এ্যান্টি-এইজিং) পণ্য হিসেবেই তুলে ধরা হচ্ছে। আমি এই ‘বয়স-প্রতিরোধক’ শব্দটাকে বেশ ঘৃণা করি! বিজ্ঞাপনে তারা ভুল সংবাদ প্রচার করে। শব্দগুলো হওয়া উচিত ‘সুন্দর থাকুন সারা জীবন’ বা ‘সব সময় সুন্দর থাকুন’।

বাংলাদেশ সময়: ১৭৫৯ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।