ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৬ বছরের শিশুকে ধর্ষণের পর খুন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, এপ্রিল ২৭, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): দিল্লির কলঙ্কের ছায়া এবার ত্রিপুরাতেও। দিল্লিতে পাঁচ বছরের গুরিয়াকে ধর্ষণের পর খুনের ঘটনার মতো পাশবিক ঘটনা এবার ঘটলো ত্রিপুরা রাজ্যে।

মাত্র ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর খুন করা হয়েছে।

এ ঘটনায় সারা রাজ্যজুড়ে নিন্দা এবং প্রতিবাদের ঝড় উঠেছে। রাজ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে পাশবিক হত্যাকাণ্ড এটি।

তবে অভিযুক্ত সঞ্জিত সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শনিবার আদালতে তোলা হলে বিচারক তাকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।
 
ঘটনা ত্রিপুরার করবুক মহকুমার চেলাগাঙ্গে। বৃহস্পতিবার রাতেই সঞ্জিত তার পাশের বাড়ির ছয় বছরের শিশু কন্যাকে অপহরণ করে। তারপর তাকে ধর্ষণ করে প্রমাণ গায়েবের জন্য শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মৃতদেহটি ফেলে দেয় বাড়ির শৌচালয়ের গর্তে।

বৃহস্পতিবার রাত থেকে মেয়েকে না পেয়ে অস্থির হয়ে ওঠেন বাড়ির লোকজন। তারা পুলিশে খবর দেন। শিশুটির খোঁজে নামে আধা সেনা। তারাই ধর্ষিত শিশুটিকে গর্তের ভেতর থেকে বের করে শুক্রবার বিকেলে। কিন্তু ততক্ষণে তার দেহে আর প্রাণ নেই।

এর পর রাতে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় অভিযুক্তের বাড়িতে। এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এদিকে, পর পর নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের ঘটনায় বিরোধীরা অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য সরকারের দিকে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৩
টিসি/সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।