ঢাকা: আসাদ সরকারের বিরুদ্ধে সামী লঙ্ঘনের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের দমনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে এমন অভিযোগ উঠার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ওবামা।
শুক্রবার হোয়াইট হাউজে জর্ডানের বাদশা আব্দুল্লাহ এর সঙ্গে সাক্ষাতকালে এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের এ কথা জানান ওবামা। ওবামা বলেন, আমি মনে করি, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে সিরিয়া অনেক ভাবেই সীমা লঙ্ঘন করেছে।
এর ফলে সিরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের হিসাব-নিকাশের পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন ওবামা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবামা বলেন, দেশটিতে এখন নিরাপত্তা ইস্যু বিরাট আকার ধারণ করেছে। তাছাড়া সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
জর্ডানের বাদশা আব্দুল্লাহ ও বারাক ওবামা মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনার মূল বিষয় ছিল সিরিয়ার চলমান সংকটের সমাধান।
এর একদিন আগে হোয়াইট হাউজ এক বিবৃতিতে আসাদ সরকার সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার করছে তার যথেষ্ট গোয়েন্দা তথ্য ও প্রমান তাদের কাছে আছে বলেও দাবি করা হয়।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারে আরো প্রত্যক্ষ প্রমান সংগ্রহ করার জন্য যুক্তরাষ্ট্র জর্ডানের মতো দেশের সঙ্গে কাজ করতে চায় বলেও মত প্রকাশ করেন ওবামা।
এদিকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অভিযোগ নাকচ করে দিয়েছে সিরিয়া। রাশিয়ার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে সিরিয়ার তথ্যমন্ত্রী এসব অভিযোগ বাস্তব সম্মত নয় বলে উড়িয়ে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর