ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচন কার্যালয়ে বোমায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, এপ্রিল ২৮, ২০১৩
পাকিস্তানে নির্বাচন কার্যালয়ে বোমায় নিহত ৮

ঢাকা: রবিবার পাকিস্তানের পেশোয়ার ও কোহাট রাজ্যে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন।



দেশটিতে নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে এই ধরণের হামলার ঘটনা ক্রমশ বেড়েই চলছে। দেশটির নির্বাচন কার্যালয়ে এই হামলা চালানো হয় হয়েছে বলে পাকিস্তানের ডন পত্রিকার বরাতে জানা গেছে। আগামি ৫ মে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

দুটি বোমা হামলার একটি পেশোয়ারে মাকসুদাবাদ এলাকার নির্বাচনী কার্যালয়ে চালানো হয়। প্রাথমিক ভাবে জানা যায়, মোটরসাইকেল করে এই হামলা চালায় দুর্বৃত্তরা।

এই হামলায় কমপক্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়। হতাহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নুর আকবর আলীর নির্বাচনী অঞ্চল কোহাত রাজ্যের কচা পকা এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়।

বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পরিদর্শণ শেষে সাংবাদিকদের জানান পুঁতে রাখা বোমা হামলাই এই হতাহতের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।