ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, এপ্রিল ২৮, ২০১৩
গাজায় ইসরায়েলের বিমান হামলা

ঢাকা: গাজা উপত্যাকায় তিনটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। রোববার সকালের দিকে এসব হামলা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।



ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার সকালে খান ইউনুস শহরে দক্ষিণে দুটি বিমান হামলা চালানো হয়। আর তৃতীয় হামলাটি চালানো হয় মিশরের সীমান্তবর্তী রাফাহ শহরের কাছে।

তবে হামলায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছে, বিমান বাহিনী গাজা উপত্যাকায় হামলা চালিয়েছে। তবে বিস্তারিত কিছু জানান নি তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।