সিউল: দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ নৌ মহড়া বিরুদ্ধে আবারও হুশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। তার বলেছে এ মহড়ার পরিনতি কি হবে তা কেউ বলতে পারে না।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সেনা কমিশনের উদ্ধৃতি দিয়ে জানায়, এ ধরনের উসকানিমূলক আচরণের কারণে কোরীয় উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ মহড়ার কারণে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। উপদ্বীপে এবং এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে চাপা দিতে উৎসাহিত করছে।
সংবাদ সংস্থাটি কোনো সেনা কমিশনের নাম উল্লেখ না করলে ধারণা করা হচ্ছে জাতীয় প্রতিরক্ষা কমিশন অথবা অন্য সেনা কর্তৃপক্ষ ওই বিবৃতিটি দিয়েছে।
পীত সাগরের ইয়নপিয়ং দ্বীপে গত ২৩ নভেম্বর উত্তর কোরিয়ার গোলা হামলায় দক্ষিণ কোরিয়ার দুই মেরিন সেনাসহ চারজন নিহত হয়। হামলার পর উত্তর কোরিয়া দাবি করেছে দক্ষিণ কোরিয়ার শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে আয়োজিত মহড়ার জবাবে ওই হামলা চালানো হয়েছে।
তবে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি তাদের মহড়া নিরাপদ এবং নিয়মিত মহড়ার অংশ।
বাংলাদেশ সময়: ১৪০৮ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০