পেশোয়ার: জাতিসংঘ ও পাকিস্তান সরকারের সহায়তায় পাকিস্তানি শরণার্থী পরিবারের প্রথম বহরটি দক্ষিণ ওয়াজিরাস্তানে ফিরেছে। তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধের সময় তারা স্থানচ্যুত হয়।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) মুখপাত্র দুনিয়া আসলাম খান বার্তা সংস্থা এএফপিকে জানান, শনিবার ৪১টি পরিবার বাড়ি ফিরেছে।
বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত দণি ওয়াজিরিস্তানের ১০ টি গ্রামে আট হাজার পরিবারকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র স্থানটিকে তালেবানের সদর দফতর হিসেবে চিহ্নিত করেছে।
ধারণা করা হয়, ৩ লাখ ৬৪ হাজার ২৮ জন পাকিস্তানের পাশ্ববর্তী আদিবাসী অঞ্চলে আশ্রয় নিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২০ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০