ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রানাকে গ্রেফতারের খবর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, এপ্রিল ২৮, ২০১৩
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রানাকে গ্রেফতারের খবর

ঢাকা: সাভারের রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রকাশ করে। রানা প্লাজার মালিক সোহেল রানার গ্রেফতারের খবরটিতে ফলাও করে প্রকাশিত হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে।



বিবিসির প্রচ্ছদ পাতার শীর্ষ সংবাদ হিসেবে স্থান পেয়েছে খবরটি। বিসিসির শিরোনাম ‘ঢাকার ধসে পড়া ভবনের মালিক গ্রেফতার’।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর করিব নানকের বরাত দিয়ে বিবিসি লিখেছে, বাংলাদেশের রাজধানী ঢাকা ধসে পড়া ভবনের মালিককে ভারতীয় সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা থেকে বিবিসির আনবারাসান ইথিরাজান জানিয়েছেন, গ্রেফতারের খবর শুনে উদ্ধারকর্মীরা খুশিতে ফেটে পড়ে এবং তালি দেয়।

যুক্তরাষ্ট্রের সিএনএন ‘উদ্বেগ নিয়ে উদ্ধারের মধ্যেই ধসে পড়া ভবনের মালিক গ্রেফতার’ শিরোনামের সংবাদটিকে স্থান দিয়েছে প্রচ্ছদ পাতার শীর্ষ সংবাদ হিসেবে।

ভারতের টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ‘বাংলাদেশে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭২, মালিক গ্রেফতার’। পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদটির ‍সূচনাটি হলো-বাংলাদেশে যে ভবন ধসে শত শত গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে তার মালিককে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের প্রধান হাবিবুর রহমানের বরাত দিয়ে বলা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব শাখার নেতা মো. সোহেল রানাকে বেনাপোল সীমান্ত থেকে ৠাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব) গ্রেফতার করে।

ভারতের এনডিটিভির অনলাইন সংস্করণের শিরোনাম ছিল, “বাংলাদেশের ধসে পড়া ভবনের মালিক গ্রেফতার’।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।