ঢাকাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিষাক্ত ‘রিসিন’ মেশানো চিঠি প্রেরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্রের বিচার বিষয়ক মন্ত্রনালয় জানায়, প্রেসিডেন্ট বারাক ওবামাকে রিসিন মেশানো চিঠি পাঠানোর সন্দেহে মিসিসিপির একজন মার্শাল আর্ট প্রশিক্ষক এভারেট ডুশকেকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেশটিগেশন (এফবিআই)।
এফবিআই’র মিসিসিপি কার্যালয় প্রধান এবং উত্তর মিসিসিপির এটর্নির যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, “রিসিন রাখা এবং একে অস্ত্র হিসেবে ব্যবহারের অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে”।
দোষী সাব্যস্ত হলে ডুশকের যাবজ্জীবন কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে।
কয়েক সপ্তাহ আগে ওবামা ও ২ জন সিনেটরকে রিসিন মেশানো চিঠি পাঠানোর কারণে মিসিসিপির অধিবাসী ডুশকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়ঃ ১৪৫৭ ঘন্টা। এপ্রিল ২৮ ২০১৩।
সম্পাদনাঃ আশুরা জামান, নিউজরুম এডিটর। eic@banglanews24.com