ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সত্যিকারের রোমিও-জুলিয়েট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, এপ্রিল ২৮, ২০১৩
সত্যিকারের রোমিও-জুলিয়েট!

ঢাকাঃ শেক্সপিয়ারের বিখ্যাত উপন্যাস ‘রোমিও এ্যান্ড জুলিয়েট’ এর ভালোবাসার কাহিনি কে না জানে। পৃথিবীতে এমন অনেক ভালোবাসার কাহিনি ঘটে কিন্তু যা আমরা জানতেও পারি না।



রোমানিয়ার ক্লুজের একটি প্রাক্তন আশ্রমে এমনই এক রোমিও জুলিয়েট খুঁজে পাওয়া গেছে। আশ্রমে প্রত্নতত্ববিদরা খোঁড়াখুঁড়ি করার সময় এক জোড়া কঙ্কাল উদ্ধার করেছে। কঙ্কাল দুটি একে অপরের হাত ধরা অবস্থায় ছিল।    

গবেষক আদ্রিয়ান রুশু বলেন, “এটি একটি রহস্য এবং ও‌ই সময়ে (১৪৫০-১৫৫০)এ ধরণের কবর দেয়া একটি দুর্লভ ঘটনা। আমরা ধারণা করছি, ১৪৫০ থেকে ১৫৫০ সালে তাদের এক সঙ্গে কবর দেয়া হয়। ”

তাদের গভীর ভালোবাসার কারণেই তাদের এক সঙ্গে কবর দেয়া হয়।

বাংলাদেশ সময়ঃ ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ২৮ ২০১৩
সম্পাদনাঃ আসুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।