ঢাকা: ফ্রান্সের রেইমস শহরে বিস্ফোরণে একটি ভবনের একাংশ ধসে ২ জন নিহত হয়েছে। রোববারের ওই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
শহরের মেয়র আদেলিন হাজান জানান, গ্যাসের লাইন ফুটো হয়ে সম্ভবত চারতলা বিশিষ্ট ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে।
তিনি জানান, গ্রিনিচ মান সময় ৯ টা ১৫ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণটি ‘খুবই শক্তিশালী’ ছিল এবং অন্যান্য ভবনের জানালাও ঝাঁকুনি দিয়ে উঠে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ভবনটির একটি অংশ ধসে পড়ে গেছে।
দমকল বাহিনীর একজন জানিয়েছেন, ‘অনেক হতাহত’ রয়েছে। তবে আর কোনো তথ্য জানান নি তিনি।
ভবনটি ৬০ বা ৭০-এর দশকের ছিল বলে জানা গেছে। চলতি মাসের শুরুতে একই শহরে একটি
ভবনে গ্যাস বিস্ফোরণ হয়ে একই পরিবারের চারজন নিহত হয়।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com