ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সুদীপ্ত সেনের জঙ্গি সংস্রব! খতিয়ে দেখছেন গোয়েন্দারা

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, এপ্রিল ২৮, ২০১৩
সুদীপ্ত সেনের জঙ্গি সংস্রব!  খতিয়ে দেখছেন গোয়েন্দারা

কলকাতা: উত্তর-পূর্ব ভারতে ব্যবসা বাড়াতে কি জঙ্গি সংস্রবে জড়িয়ে পড়েছিলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন? আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে এই দিকটিও খতিয়ে দেখছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে উলফা নেতা পরেশ বড়ুয়ার সাম্প্রতিক ছবিসহ ইন্টারভিউ প্রকাশিত হয়েছিলো সারদা গোষ্ঠীর ইংরেজি দৈনিক সেভেন সিস্টার পোস্ট-এ।

সেই যোগাযোগ করিয়ে দিয়েছিলো নাগালান্ডের জঙ্গি সংগঠন এনএসসিএন (আইজাক-মুইভা)। তখন থেকেই জঙ্গি সংগঠনের সাহায্যে আসামে প্রভাব বাড়ানো শুরু করেন সারদা কর্তা সুদীপ্ত সেন।

সূত্র আরো জানায়, আসামের তরুণ গগৈ সরকারের পতন ঘটাতেও উদ্যোগী হয়েছিলেন সুদীপ্ত সেন। সেই জন্য আসামের অন্য একটি গোষ্ঠীকে আর্থিক সাহায্যও করেছিলেন তিনি। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে।

শুধুই কি তোলার টাকা দিয়ে জঙ্গীদের সাহায্যে আসামে চিট ফান্ডের ব্যবসা বাড়ানো? না কি সারদায় জঙ্গিদের টাকাও খাটতো? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। জানা গেছে, আসামের ব্যবসা গুটিয়ে অরুনাচল প্রদেশে সরে যেতে চেয়েছিলো সারদা গোষ্ঠী। কেন? তাও খতিয়ে দেখা হছে।

গোয়েন্দা সূত্রে খবর, ব্যবসার প্রয়োজনে সুদীপ্ত সেন বিদেশের কিছু সংস্থা ব্যক্তির কাছ থেকে টাকা নিতেন। সেই টাকা কোন পথে আসত? তাও দেখা হছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে আমানতকারীদের কয়েক হাজার কোটি রুপি নিয়ে সারদা গ্রুপের মালিক সুদীপ্ত সেন উধাও হয়ে গেলে এ নিয়ে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। আমানতকারী ও গ্রাহকরাদের বিক্ষোভ থেকে ঘটে ভাঙচুরের ঘটনাও। পরবর্তীতে সুদূর কাশ্মীরের সোনমার্গের একটি হোটেল থেকে পুলিশ আটক করে তাকে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৩
সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।