কলকাতা: সর্বজিৎ সিংয়ের সুস্থতা কামনা করে এবং তার ওপর হামলার প্রতিবাদে রোববার কলকাতার রাসবিহারী মোড়ের গুরুদ্বারে এক সর্বধর্ম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজিতের ওপর হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশে শামিল হন অসংখ্য মানুষ।
সর্বজিতের ছবি নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে দাবি তোলেন, এ নিয়ে ভারত সরকারকে প্রতিবাদ জানাতে হবে।
পরে সর্বজিতের সুস্থতা কামনা করে প্রার্থনা সভা করা হয়। কলকাতার পাশাপাশি দেশের অন্য স্থানেও প্রতিবাদ সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৩
তারিক/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর