ঢাকা: আল-জাজিরাসহ ১০টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের লাইসেন্স বাতিল করে দিয়েছে ইরাক সরকার। সাম্প্রদায়িক সংঘর্ষ উসকে দেওয়ার অভিযোগে এসব চ্যানলের লাইসেন্স বাতিল করা হয়েছে।
ইরাকের যোগাযোগ ও গণমাধ্যম সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা মুজাহিদ আল-হেইল জানান, সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়ার জন্য আমরা ১০টি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। এর অর্থ হচ্ছে এসব চ্যানেল আর ইরাকে সংবাদ সংগ্রহ করতে পারবে না।
লাইসেন্স বাতিলকৃত দশটি চ্যানেল হচ্ছে: আল-জাজিরা, বাগদাদাদ, আল-শারকিয়াহ, আল শারকিয়াহ নিউজ, ব্যাবিলোনিয়ান, সালাহ-আল দীন, আনোয়ার ২, আল তাঘির, ফালুজা, ও আল ঘারবিয়্যাহ।
হেইল জানান, এই চ্যানেল ১০টি অতিরঞ্জিত, উদ্দেশ্যেমূলক ও বিভ্রান্তিকর সংবাদ ছেপে ইরাকের জনসাধারণ তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
এদিকে ইরাকের এমন সিদ্ধান্তে এক বিবৃতিতে আল-জাজিরা জানিয়েছে, আমরা এই সিদ্ধান্তে বিস্মিত। আমরা কয়েকবছর যাবৎ ইরাকের বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করে আসছি। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্যমূলক।
বিবৃতিতে ইরাক সরকারের প্রতি মিডিয়ার স্বাধীনতা খর্ব না করারও আহ্বান জানায় আল-জাজিরা।
গত মঙ্গলবার থেকে ইরাকের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং আরব সুন্নি বিক্ষোভকারীদের মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ২১৫ জন নিহত হয়। এসব সংঘর্ষের পেছনে মিডিয়ার উস্কানি ছিল এমন অভিযোগ তুলে সরকার এসব টিভি চ্যানেল বাতিল করে দিয়েছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর