ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘিরে ফেলেছে বন্দুকধারীরা। সাবেক নেতা মুয়াম্মর গাদ্দাফির সময়ের কর্মকর্তাদের প্রশাসনে নিষিদ্ধ করার দাবিতে ২০০ বন্দুকধারী মন্ত্রণালয়ের চারপাশে অবস্থান নিয়েছে।
সামরিক বাহিনীর বরাত দিয়ে কাতার ভিত্তিক এক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিমান বিধ্বংসী কামানবাহী কমপক্ষে ২০টি পিক-আপ ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করা হয়। অন্যদিকে একে-৪৭ ও স্নিপার বন্দুকধারী ব্যক্তিরা ভবন থেকে যানবাহন সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
লিবিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তা এসাম আল-নাস জানিয়েছেন, মন্ত্রণালয় ভবন ঘিরে কমপক্ষে ২০০ জন বন্দুকধারী রয়েছে। তিনি জানান, বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চলছে এবং কেউ ভবনের ভেতরে প্রবেশ করেনি।
বন্দুকধারী বিক্ষোভকারীদের দাবির বিষয়টি সরকারের মধ্যে আলোচনাধীন রয়েছে।
বন্দুকধারীদের কমান্ডার একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, রাজনৈতিক অন্তরণ (বিচ্ছিন্ন) আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধ থাকবে।
তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বেছে নেওয়া হয়েছে কেননা এখানে গাদ্দাফির শাসনামলের কিছু কর্মকর্তা রয়েছে।
সম্প্রতি এক অভিযানে বন্দুকধারীদের রাজধানী থেকে উচ্ছেদ করার পর থেকে সরকারের সঙ্গে সমস্যার তাদের সমস্যার তৈরি হয়।
২০১১ সালে পশ্চিমা দেশগুলোর সহায়তায় কয়েক দশক ক্ষমতায় থাকা গাদ্দাফির পতন হয়। গাদ্দাফি পতনে আন্দোলন থেকেই লিবিয়া অস্ত্রে ছেয়ে যায়। এর ফলে সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটে যারা সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা শুরু করে।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com