ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিআইএ প্রতিমাসে ব্যাগ ভর্তি ডলার দিত কারজাইকে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, এপ্রিল ২৯, ২০১৩
সিআইএ প্রতিমাসে ব্যাগ ভর্তি ডলার দিত কারজাইকে!

ঢাকা: আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। প্রতি মাসে ব্যাগ ভর্তি মার্কিন ডলার পেতেন তার কার্যালয়ে।

এক দশকের মতো সময় এভাবে গোপনে আসত ডলারের ব্যাগ। অনেকে এসব ডলারকে ভূতের বা গৌরি সেনের ডলার বলে।

আসলে কারজাইকে নিয়মিত ব্যাগ ভর্তি করে ডলার দিত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে খোদ কারজাইয়ের সাবেক ও বর্তমান উপদেষ্টাদের কয়েকজন।

২০০২ থেকে ২০০৫ পর্যন্ত কারজাই সরকারের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন খলিল রোমান। রোমান বলেন, “আমরা এসবকে ভূতের ডলার বলতাম। ”

কখন এসব ডলার ভর্তি ব্যাগ আসত আবার কখনও কার্যালয়ে থেকে অন্যখানে যেত তা গোপন রাখা হয় বল জানিয়েছেন রোমান।

তবে এমন দাবির প্রেক্ষিতে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ। কারজাইয়ের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে সি‌আইয়ের বিরুদ্ধে।

আফগান সরকারের ওপর প্রভাব খাটানোর জন্যই নিয়মিত কারজাইয়ের কার্যালয়ে পাঠানো হতো ডলারের ‘সৌজন্য উপহার’ ।

তবে অনেক মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, এভাবে অর্থ দেওয়ার কারণে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, যুদ্ধবাজদের শক্তিশালী করেছে এবং আফগানিস্তানে ওয়াশিংটনের কৌশলের ভিতকে নড়বড়ে করে দিয়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, “আফগানিস্তানে দুর্নীতির সবচেয়ে বড় উৎস ছিল যুক্তরাষ্ট্র। ”

শুধু যে যুক্তরাষ্ট্রই কারজাইকে ‘সৌজন্য উপহার’ দিত এমন নয়, ইরানও নিয়মিতভাবে ব্যাগ ভর্তি করে অর্থ দিত কারজাইয়ের শীর্ষ উপদেষ্টাদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে কারজাই সরকারের সম্পর্ক ততটা যেন গাঢ় না।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।