ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন হস্তক্ষেপ চায় না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, এপ্রিল ২৯, ২০১৩
সিরিয়ায় মার্কিন হস্তক্ষেপ চায় না ইসরায়েল

ঢাকা: ইসরায়েল চায় না, সিরিয়ায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করুক। সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়ণিক অস্ত্র ব্যবহারের অভিযোগের পরেও নিজের অবস্থান পরিষ্কার করেছে ইসরায়েল।



ইসরায়েলের কৌশল ও গোয়েন্দা  এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইয়ুভাল স্টিনিৎজ জানান, সিরিয়া নিয়ে মার্কিন নীতি এবং ইরানকে পরমাণু শক্তিধর হওয়া থেকে বিরত রাখতে ওবামার ঘোষিত ইচ্ছার তুলনা করতে চায় না তার সরকার।

নিউইয়র্কে একটি সম্মেলনে তিনি বলেন, “সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে আমরা কখনও যুক্তরাষ্ট্রকে বলিনি বা উৎসাহ দেয়নি। আর এর সঙ্গে ইরানের কোনো যোগসূত্রও টানতে চাই না আমরা। ইরানের বিষয়টি পুরোপুরি আলাদা। ”

গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের গবেষণা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইতাই ব্রুন জানান, তার কাছে প্রমাণ আছে আসাদ সরকার গত মাসে রাসায়ণিক অস্ত্র ব্যবহার করেছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, সিরিয়া রাসায়ণিক অস্ত্র ব্যবহার করেছে।

এরপর  ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অভিযোগ করে, সিরিয়ায় রাসায়ণিক অস্ত্র ব্যবহারের ‘সীমিত কিন্তু গুরুতর প্রমাণ’ রয়েছে তাদের কাছে।

কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রাসায়ণিক অস্ত্র ব্যবহার হবে ‘শেষ সীমা’। সিরিয়া রাসায়ণিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে বাধ্য হবে।

কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা  ও বিশ্লেষক জানিয়েছেন, ওবামার হুঁশিয়ারির পরীক্ষা নিচ্ছেন আসাদ। আর হুঁশিয়ার অনুযায়ী কাজ করতে না পারার ব্যর্থনা ইরানকে সঙ্কেত দিবে যে যুক্তরাষ্ট্রের হুমকিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

তবে স্টিনিৎজ বলেন, “দুই দেশের পরিস্থিতি তুলনা যোগ্য নয়। সিরিয়া অভ্যন্তরীণভাবে গুরুতর মানবেতর পরিস্থিতি নিয়ে গৃহযুদ্ধের মধ্যে রয়েছে; ইরানের পরমাণু কর্মসূচি ভয়াবহ, ইসরায়েল ও এই অঞ্চলের এবং বিশ্বের জন্য হুমকিস্বরূপ। ”

ইরানের পরমাণু কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, “এটি আমাদের প্রজন্মের জন্য এক নাম্বার সমস্যা। ”

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।