ঢাকা: সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালাকির গাড়ি বহরকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী হালাকি অক্ষত আছেন বলে দাবি করেছে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো।
স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী দামেস্কের কাছে মাজেহ জেলায় ইবনে রুশদ পার্কের কাছে হালাকির গাড়ী বহরকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।
এ হামলায় হালাকির একজন দেহরক্ষী নিহত হয়েছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
তবে এটা কি আত্মঘাতী বোমা হামলা ছিল নাকি গাড়িতে পেতে রাখা বোমা ছিল এ ব্যাপারে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।
সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণস্থলে অাগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী। এছাড়া, বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, হামলায় একটি বাস ও একটি কার সম্পূর্ণ পুড়ে গেছে।
গত ডিসেম্বরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেবার রাষ্ট্রিয় সংবাদ মাধ্যমগুলো স্বরাষ্ট্রমন্ত্রীকে অক্ষত দাবি করলেও পরবর্তীতে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী খুব গুরুতর আহত হয়েছিলেন।
মঙ্গলবারের এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে আগের হামলাগুলোর ধরন অনুযায়ী এ হামলার জন্য আসাদবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত সিরিয়ার বিচ্ছিন্নতাবাদী দল আল-নুশরা ফ্রন্টকেই দায়ী করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com