ঢাকা: রক্তে ছিল অ্যাডভেঞ্চারের নেশা। চোখে মুখে চ্যালেঞ্জ জয়ের দুঃসাহস।
মাথার চুলে তার বেধে গাড়ি টেনেছিলেন, আড়াই মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন ৪২ টন ওজনের ‘টয় ট্রেন’ও। এমনকি চুলের সঙ্গে তার বেধে পাহাড়ের চূড়াও জয় করেছিলেন। এসব বিস্ময়কর এবং অবিশ্বাস্য কাজের স্বীকৃতিও পেয়েছিলেন অনেক। রেকর্ডের বাইবেলখ্যাত ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে’ও নাম ওঠে কয়েকবার। কিন্তু অপেক্ষাকৃত বেশি ঝুঁকিপূর্ণ অভিযান থেকে আর বিজয়ীর বেশে ফিরতে পারলেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা শৈলেন্দ্র নাথ রায়। চলে যেতে হলো না ফেরার দেশে।
চুলে তার বেধে সমুদ্র পৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচু দিয়ে তিস্তা নদী পেরিয়ে দার্জিলিংয়ের সেবক পাহাড় জয় করার লক্ষ্যে অভিযানে নামেন শৈলেন্দ্র। মাঝপথে চুল থেকে তারের বাঁধন (গিট) খুলে যায় তার। তারপরও ঝুলন্ত অবস্থায় পারপারের চেষ্টা করেন এই দুঃসাহসী অভিযাত্রী। তবে পারেননি, শেষ পর্যন্ত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ৫০ বছর বয়সী এই রেকর্ডমানব।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com