ঢাকা: বোস্টন ‘হামলাকারী’দের বাবা আনজোর তাসেরনায়েভ যুক্তরাষ্ট্রে আপাতত যাচ্ছেন না। অসুস্থতার কারণে তিনি যুক্তরাষ্ট্র যাওয়া স্থগিত করেছেন বলে জানা গেছে।
তবে ধারণা করা হচ্ছে, তামেরলান ও জোখার সারনায়েভকে ‘চরমপন্থি’ হতে তার মা জুবেইদাত প্রভাবিত করেছেন-এক জ্যেষ্ঠ মার্কিন আইনপ্রণেতা এমন অভিযোগ তোলার পরেই তিনি যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেন।
১৮ এপ্রিল পুলিশের গুলিতে নিহত ছেলে তামেরলানকে সমাহিত করতে এবং জঙ্গি হামলার অপরাধে আটক জোখারকে সাহায্য করতে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল আনজোরের।
কিন্তু অসুস্থতার কারণে তিনি তার যাত্রা পিছিয়ে দিয়েছেন।
আনজোর রয়টার্সকে বলেন, “আমি অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি না, আমি এখানেই (রাশিয়া) আছি। দুর্ভাগ্যবশত আমি আমার সন্তানকে সাহায্য করতে পারছিনা। কিন্তু আমি জোখার এবং আমার আইনজীবীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছি। আমার আইনজীবীরা জানাবেন আমার কি করা উচিত। ”
রোববার প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাক কল বলেন, “আমি বিশ্বাস করি সন্দেহভাজনদের মা জুবেইদাত সারনায়েভা এই হামলায় একটি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছেন। ”
যুক্তরাষ্ট্রের মাটিতে পা দিলে জুবেইদাতকে জিজ্ঞাসাবাদ করার উচিত হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো জানান, বোমা তৈরি ও বোমা হামলার প্রস্তুতিতে তাদের সাহায্য করা হয়েছে এবং প্রশিক্ষণ দেয়া হয়েছে।
১৫ এপ্রিল বোস্টন ম্যারাথনে বোমা হামলায় তিন জন নিহত ও ২ শতাধিক লোক আহত হয়। সন্দেহভাজন হামলাকারী বড়ভাই তামেরলান ১৮ এপ্রিল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় এবং সেদিন রাতেই ছোট ভাই জোখারকে আহত অবস্থায় গ্রেফতার হয়।
বাংলাদেশ সময়ঃ ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৩
সম্পাদনাঃ আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com