ঢাকা: মৌমাছি মারা যায় এমন কীটনাশক ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)। এ নিয়ে ইউরোপীয় কমিশনের (ইসি) একটি প্রস্তাবের ভোট হতে যাচ্ছে সোমবার।
মৌমাছি কমে যাওয়া পুরো ইউরোপের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গত জানুয়ারিতে ইউরোপীয় ফুড সেফটি এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৌমাছিসহ পরাগবাহী পতঙ্গদের জন্য ‘খুবই ঝুঁকিপূর্ণ’ কীটনাশক।
ইসি জানিয়েছে, নিওনিকোটিনয়েড জাতীয় রাসায়ণিকের স্প্রে মৌমাছির জন্য ক্ষতিকর। যেসব শস্য মৌমাছি বা অন্যান্য পরাগবাহী পতঙ্গকে আকৃষ্ট করে না এমন শস্যে এসব রাসায়ণিক ব্যবহার করা উচিত নয়।
তবে অনেক কৃষক ও শস্য বিশেষজ্ঞ ইসির মতামতের সঙ্গে এক নয়। তারা বলেছে, এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য নেই।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের এক তৃতীয়াংশ শস্যের পরাগায়ন করে থাকে মৌমাছির মতো পতঙ্গ।
গত মাসে এ নিয়েও ভোটের আয়োজন করেছিল ইউ। কিন্তু অমীমাংসিত ফলাফল হওয়ায় কমিশনের প্রস্তাব আপিল কমিটিতে যায়।
গত মাসের ভোটে ১৩টি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে, নয়টি দেশ বিপক্ষে ভোট দেয়। যুক্তরাজ্যসহ পাঁচটি দেশে ভোট দেওয়া থেকে বিরত থাকে।
ইতোমধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি আর স্লোভেনিয়া নিওনিকোটিনয়েড ব্যবহারে কিছু নিষেধাজ্ঞা রয়েছে।
ইসির প্রস্তাব অনুযায়ী নিওনিকোটিনয়েড জাতভুক্ত ক্লোথিয়ানিদিন, ইমিদাক্লোপ্রিড ও থিয়ামেটোক্সাম কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ হতে পারে।
সোমবারের ভোটে কীটনাশক নিষিদ্ধ বা ব্যবহার অব্যাহত রাখার পক্ষে-বিপক্ষে লড়াই বেশ জমবে বলে একটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি জানিয়েছেন।
কীটনাশক ব্যবহার নিষিদ্ধ করতে জনগণের স্বাক্ষর অভিযানও চালানো হয়েছে। প্রায় ৩০ লাখ লোক কীটনাশক নিষিদ্ধ করার জন্য স্বাক্ষর করেছেন। জনগণের স্বাক্ষর সমল্বিত দাবি সোমবার ব্রাসেলসে উপস্থাপন করা হবে। শুক্রবার ওয়েস্টমিনিস্টারে কীটনাশক ব্যবহারের বিরোধীরা বিক্ষোভ করেছে।
পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব দ্য আর্থের ক্যাম্পেইন সংগঠক এন্ড্র পেন্ডেলটন বলেন, “গুদাম থেকে সেসব কীটনাশক সরিয়ে ফেলা শুরু করেছে শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো-যুক্তরাজ্য সরকারেও অবশ্যই কাজ করা উচিত। ”
তিনি বলেন, “কীটনাশক শুধু মৌমাছির জন্যই হুমকি নয়-এ জন্যই ডেডিভ ক্যামেরনে উচিত বি এ্যাকশন প্লান চালু করা। ”
কীটনাশকের ব্যবহার যেন নিষিদ্ধ করা না হয় সেজন্য জোর চেষ্টা চালাচ্ছে রাসায়ণিক কোম্পানি ও কীটনাশক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। তাদের দাবি, বিজ্ঞান অমীমাংসিত এবং খাদ্য উৎপাদন ব্যাহত হবে এ নিষেধাজ্ঞায়।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com