ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুক্ত জীবনে রুশদি

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, এপ্রিল ২৯, ২০১৩
মুক্ত জীবনে রুশদি

কলকাতা : মাথার উপর ফতোয়া নেই। যেখানে খুশি যাওয়া-আসায় কোনও বাঁধা নেই।

`মুক্ত জীবন’ অনেক বেশি উপভোগ করছেন বলে জানালেন সলমন রুশদি।

আর এর মধ্যেই তাঁর শুরুর দিকের, প্রায় তিন দশক আগের বিতর্কিত উপন্যাস `মিডনাইট চিলড্রেন’ নিয়ে সিনেমা মুক্তি পেয়েছে।

সব মিলিয়ে রুশদি মনে করছেন, একটি বৃত্ত সম্পূর্ণ হল। এই বৃত্তের মধ্যে অন্ধকার দিক রয়েছে। যখন তাঁকে লুকিয়ে থাকতে হয়েছে। মৌলবাদী ফতোয়ায় তাঁর প্রতিটি বিধিনিষেধের উপর তখন ছিল নিয়ন্ত্রণ।

সেই অন্ধকার যুগ পেরিয়ে তিনি এখন আলোকিত বৃত্তে পা রেখেছেন। মুক্ত, স্বাধীন জীবন উপভোগ করছেন।

বাংলাদেশ সময় : ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৩
সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।