ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

১৫ হাজার সরকারি চাকরিজীবীকে ছাঁটাই করছে গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, এপ্রিল ২৯, ২০১৩
১৫ হাজার সরকারি চাকরিজীবীকে ছাঁটাই করছে গ্রিস

ঢাকা: ঋণগ্রস্ত গ্রিস ১৫ হাজার সরকারি চাকরিজীবীকে ছাঁটাই করছে। রোববার দেশটির আইনপ্রণেতারা এ সংক্রান্ত একটি বিল অনুমোদন দিয়েছে।



আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিশ্রুত এক হাজার ১৫০ কোটি ডলারের পুনরুদ্ধার তহবিল (বেইলআউট) পেতে এ পদক্ষেপ নিল দেশটি।

২০১৪ সালের মধ্যে ১৫ হাজার সরকারি চাকরিজীবীকে ছাঁটাই করা হবে। চলতি বছর চাকরি হারাবে চার হাজার সরকারি চাকরিজীবী। বাকি ১১ হাজারকে ছাঁটাই করা হবে ২০১৪ সালে।

সরকারি সূত্র জানিয়েছে, সাত লাখ চাকরিজীবী ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে তাদের।

ঋণদাতাদের শর্ত অনুয়ায়ী অর্থনৈতিক মন্দায় থাকা গ্রিসকে ব্যয় সংকোচন করতে হবে। আর এই শর্ত পালন করতে এ ছাঁটাই চালাচ্ছে দেশটি। তবে বেকারত্বের সংখ্যা যখন ২৭ শতাংশ ছাড়িয়ে গেছে তখনই এমন সিদ্ধান্ত নিল গ্রিস সরকার।

এর আগে ব্যয়সংকোচন পদক্ষেপের অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের বেতন ৩০ শতাংশ কমানো হয় এবং পেনশন কমানো হয়।

রোববার কর্মী ছাঁটাইয়ের বিষয়টি গ্রিস পার্লামেন্টে ১৬৮-১২৩ ভোটে উতরে যায়। যখন ভোট চলাকালে তখন পার্লামেন্টের বাইরে ছাঁটাইবিরোধী বিক্ষোভ চলে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।