বেইজিং: চীনের ভিন্নমতাবলম্বী লিউ জিয়াওবোকে মুক্তির দাবি জানিয়েছেন প্রধান যাজক ডেসমন্ড টুটু ও সাবেক চেক প্রেসিডেন্ট ভ্যাকল্যাভ হ্যাভেল। শুক্রবার নোবেল পুরস্কার বিতরণের আগে চীনের প্রতি এ আহ্বান জানান তারা।
এদিকে জিয়াওবোর মুক্তির দাবিতে রোববার প্রায় ৪০০ প্রতিবাদকারী হংকং এর কেন্দ্রে বিক্ষোভ করেছেন।
ব্রিটেনের একটি সংবাদপত্রের কলামে জিয়াওবো সম্পর্কে টুটু ও হ্যাভেল বলেন, ‘লিউ চীনের সরকারের অসহিষ্ণুতার প্রতীক। অব্যাহতভাবে মানবাধিকার সীমাবদ্ধ করার মধ্য দিয়ে বিশ্ব নেতা হিসেবে এর গ্রহণযোগ্যতা হারাচ্ছে চীন। ’
‘একজন গণতান্ত্রিক নেতাকে অপরাধী বলেছে চীন। ’
এদিকে সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং এ জিয়াওবোর পক্ষের প্রতিবাদ আন্দোলনে এক বিক্ষোভকারী বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘তিনি খারাপ কিছু করেননি। তাকে কেন এখনও কারারুদ্ধ রাখা হয়েছে তা আমার বোধগম্য নয়। ’
‘চার্টার ০৮’ এর সহলেখক লিউ জিয়াওবোকে ২০০৯ সালে নাশকতার অভিযোগে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
লিউকে পুরস্কৃত করার মধ্য দিয়ে চীনের সঙ্গে নওয়ের সম্পর্ককে অপমান করা এবং ‘অপরাধ’কে উৎসাহিত করার অভিযোগ করে চীন। একইসঙ্গে ১০ ডিসেম্বর নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জনেরও আহ্বান জানায় দেশটি।
এদিকে পুরস্কার গ্রহণের জন্য এখনও জিয়াওবো’র পরিবারের কোনো সদস্য ওসলোতে না পৌঁছায় ১ দশমিক ৪ মিলিয়ন ডলারের পুরস্কারের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০