কলকাতা : ভারতের পাঁচ রাজ্যে নির্বিঘ্নে সম্পন্ন হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বি-টেক, বি-আর্ক-এর অ্যাডমিশন টেস্ট। আলিগড় ছাড়া পরীক্ষা দেওয়ার জন্য কলকাতা, লখনউ, জম্মু-কাশ্মীর, ভোপাল এবং কেরলের কোঝিকোড়ে সেন্টারের ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
এই পাঁচ শহরে ৩৯টি পরীক্ষাকেন্দ্র ঠিক করা হয়। আলিগড়ে এই দুই শ্রেণীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ হাজার ৩৬০ জন।
এ ছাড়া কলকাতার তিনটি পরীক্ষাকেন্দ্রে ২ হাজার ৬৬৭, লখনউয়ের সাতটি সেন্টারে ৭ হাজার ৮৬৩, শ্রীনগরে ৮০৪ এবং ভোপালের পরীক্ষাকেন্দ্রে ৬৬৮ ও কেরলের কোঝিকোড়ে ২৮৬ জন পরীক্ষার্থীর বসার বন্দোবস্ত করা হয়েছিল।
পরীক্ষা চলাকালীন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেন্টারগুলি পরিদর্শন করেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি পরীক্ষক ও পরিচালন কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৩
সম্পাদনা: এসএস