ঢাকা: বলিউডের অনেক নামী-দামী তারকারা রাজনীতিতে নামলেও কখনোই এ মাঠে নামবেন না বলিউড বাদশাহ শাহরুখ খান।
সম্প্রতি কেরালায় এক অনুষ্ঠানে কিং খান সংবাদ মাধ্যম ‘বম্বে টাইমস’কে বলেন, “হঠাৎ করে একজন রাজনীতিবিদ হতে পারবো না, এটি একটি পেশাদারি ক্ষেত্র।
তবে এ বক্তব্যের মাধ্যমে রাজনীতিকে ছোট করা হচ্ছে না বলেও মন্তব্য করেন বলিউড বাদশাহ।
নিজের রাজনীতিতে আসার সম্ভাবনাকে একেবারে আকাশ-কুসুম কল্পনা উল্লেখ করে কিং খান বলেন, “আমি রাজনীতিতে প্রবেশের পরিকল্পনা করছি কি না জিজ্ঞেসা করা, আর আমি নভোচারী হওয়ার পরিকল্পনা করছি কিনা জিজ্ঞেস করা আমার জন্য একই ব্যাপার!”
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com