ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কখনোই রাজনীতিতে আসবেন না শাহরুখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, এপ্রিল ২৯, ২০১৩
কখনোই রাজনীতিতে আসবেন না শাহরুখ

ঢাকা: বলিউডের অনেক নামী-দামী তারকারা রাজনীতিতে নামলেও কখনোই এ মাঠে নামবেন না বলিউড বাদশাহ শাহরুখ খান।

সম্প্রতি কেরালায় এক অনুষ্ঠানে কিং খান সংবাদ মাধ্যম ‘বম্বে টাইমস’কে বলেন, “হঠাৎ করে একজন রাজনীতিবিদ হতে পারবো না, এটি একটি পেশাদারি ক্ষেত্র।

এর জন্য এই বিষয়ে শিক্ষিত হওয়াটা জরুরি। ”

তবে এ বক্তব্যের মাধ্যমে রাজনীতিকে ছোট করা হচ্ছে না বলেও মন্তব্য করেন বলিউড বাদশাহ।

নিজের রাজনীতিতে আসার সম্ভাবনাকে একেবারে আকাশ-কুসুম কল্পনা উল্লেখ করে কিং খান বলেন, “আমি রাজনীতিতে প্রবেশের পরিকল্পনা করছি কি না জিজ্ঞেসা করা, আর আমি নভোচারী হওয়ার পরিকল্পনা করছি কিনা জিজ্ঞেস করা আমার জন্য একই ব্যাপার!”   

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।