ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সর্বজিতের মুক্তি চাইলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, এপ্রিল ২৯, ২০১৩
সর্বজিতের মুক্তি চাইলো ভারত

ঢাকা: লাহোরের কারাগারে কয়েদিদের হামলার শিকার ভারতীয় নাগরিক সর্বজিত সিংকে মুক্তি দিতে পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক আহবান জানিয়েছে নয়াদিল্লি। ৪৯ বছর বয়সী এই বন্দিকে ভারতে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা গ্রহণের সুবিধার্থে স্থানান্তরেরও আহবান জানায় ভারত সরকার।



দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “সাম্প্রতিক বেদনাদায়ক ঘটনার প্রেক্ষিতে আমরা আবারও পাক সরকারের প্রতি সর্বজিতকে মুক্তি দেওয়ার আহবান জানাচ্ছি, অন্তত মানবতার দৃষ্টিকোণ থেকে হলেও তাকে মুক্তি দেওয়া হোক। ”

সর্বজিতের ওপর হামলাকারীদের বিচারের দাবিও পুনর্ব্যক্ত করে ভারত সরকার।

চিকিৎসকদের মেডিকেল প্রতিবেদন মতে, জিন্না হাসপাতালে চিকিৎসাধীন সর্বজিতের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে পরিবারের আবেদনের জবাবে সর্বজিত সিংকে চিকিত্সার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে না বলে জানায় পাক সরকার।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াইরত সর্বজিতকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠাতে পাক সরকারের প্রতি আহবান জানিয়েছিল তার পরিবার।

রোববার ১৫ দিনের ভিসায় সর্বজিতের সঙ্গে দেখা করতে তাঁর স্ত্রীসহ পরিবারের চার সদস্য পাকিস্তানে পৌঁছেন। গতকালই তারা সর্বজিতের সঙ্গে হাসপাতালে দেখা করেন।

অন্যদিকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি দলও সোমবার হাসপাতালে সর্বজিতকে দেখে আসেন।

গত সপ্তাহের শুক্রবার কোট লাখপত জেলে বন্দিদের হামলায় গুরুতর আহত হন ৪৯ বছর বয়সী সর্বজিত।

১৯৯০ সালে পাকিস্তানের পাঞ্জাবে বিস্ফোরণের ঘটনায় সরবজিত সিংকে মৃত্যুদণ্ড দেয় দেশটির আদালত। দু’দশক ধরে পাকিস্তানের কারাগারে বন্দি রয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।