ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাখোদা মসজিদের সামনে তোরণ নির্মাণ হচ্ছে

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, এপ্রিল ২৯, ২০১৩
নাখোদা মসজিদের সামনে তোরণ নির্মাণ হচ্ছে

কলকাতা : কলকাতার প্রাচীন ‘নাখোদা মসজিদ’-এর সামনে তোরণ তৈরি করতে চলেছে কলকাতা পৌরসভা। নাখোদা মসজিদের ঐতিহাসিক প্রাসঙ্গিকতাকে তুলে ধরতেই মূলত পৌরসভা এই সিদ্ধান্ত নিয়েছে।



ইতোমধ্যে এ প্রকল্পের জন্য ৩২ লক্ষ টাকা কলকাতা পৌরসভার পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে। কলকাতার বুকে এমনিতে ঐতিহাসিক নানা ইমারতের ছড়াছড়ি। কিন্তু আগের কলকাতা থেকে এখনকার কলকাতা অনেক ঘিঞ্জি হয়ে উঠেছে।

স্বাভাবিকভাবেই কলকাতার বাইরের মানুষের সেগুলিকে খুঁজে পেতে যথেষ্ট হয়রানি হতে হয়। কার্যত এই প্রয়োজনের কথা মাথায় রেখেই নাখোদা মসজিদকে চিহ্নিত করতে কলকাতা পৌরসভা তোরণ বানানোর সিদ্ধান্ত নিয়েছে।

পাশাপাশি, তোরণের ফলে সংশ্লিষ্ট ইমারতের সৌন্দর্য ও গুরুত্বও কিছুটা বৃদ্ধি পায়। এরআগে ষোলোআনা কবরস্থান, গোবরা কবরস্থান ও কালীঘাটের সামনেও এইরূপ তোরণ তৈরি হয়েছে।
    
পৌরসভার  পক্ষ থেকে বলা হয়েছে, তোরণটি সেন্ট্রাল অ্যাভিনিউ ও জাকারিয়া স্ট্রিট ক্রসিংয়ের ওপর নির্মাণ করা হবে। মসজিদের ডিজাইনের কথা মাথায় রেখেই গেটটিকে তৈরি করা হবে।

তোরণটির ১৮ মিটার লম্বা হবে। পৌর কর্মকর্তাদের বক্তব্য- তোরণ তৈরির কাজ খুব শিগগিরই শুরু হতে চলেছে। কলকাতা পৌরসভার সিভিল ডিপার্টমেন্টের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, শহর কলকাতায় ঐতিহাসিক ইমারতগুলিকে গুরুত্ব দিতে এই ধরণের তোরণ নির্মাণের কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ সময় : ২১২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৩
সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।