ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় ইতালীয় সাংবাদিক নিঁখোজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৪, এপ্রিল ৩০, ২০১৩
সিরিয়ায় ইতালীয় সাংবাদিক নিঁখোজ

ঢাকা: ইতালির নামকরা এক সাংবাদিক সিরিয়ায় দায়িত্ব পালন অবস্থায় নিখোঁজ হয়েছেন। গত বিশ দিন ধরে তাঁকে পাওয়া যাচ্ছে না।

তিনি ইতালির লা স্টাম্পা নামের একটি সংবাদপত্রে কাজ করতেন ।

নিঁখোজ ডেমোনিকো কুইরিকো (৬২) যুদ্ধ সাংবাদিকতায় অভিজ্ঞ একজন রিপোর্টার ছিলেন। তিনি গত ৬ এপ্রিল লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেন।

লা স্টাম্পা পত্রিকা জানায়, ৯ এপ্রিল পর্যন্ত কুইরিকো বিভিন্ন নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তারপরে আমরা আর তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।

সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের কারনে দেশটি সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজনক দেশ হিসেবে পরিনত হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় কাজ করে এমন একটি সংগঠন জানায়, ২০১২ সালে দেশটি সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ানক দেশ হিসেবে নির্বাচিত হয়।

এর আগে দুইজন ইতালীয় সাংবাদিককে অপহরণ করা হলেও পরে তাদের মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।