ঢাকা: আন্তর্জাতিকভাবে অঙ্গ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার দায়ে কসাভোর পাঁচ ডাক্তারকে সর্বোচ্চ আট বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুইজন ইউরোপীন ও একজন কসাভো বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
তদন্তকারীরা জানান, ২০০৮ সালে কসাভোর রাজধানীর একটি ক্লিনিকে দণ্ডপ্রাপ্ত এই পাঁচ ডাক্তার কমপক্ষে ২৩টি অবৈধ কিডনি প্রতিস্থাপন করে।
২০০৮ সালের ঘটনা। কসাভো পরিদর্শনে আসা একজন তুর্কিশ নাগরিক ইস্তাবূলে ফিরে যাওয়ার জন্য প্রিস্টিনা এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন। হঠাৎ তিনি বিমানবন্দরে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা তার একটি কিডনি অপসারণ করা হয়েছে বলে জানায়। এমন তথ্যেই ভিত্তিতেই পুলিশ ঘটনা তদন্তে নামে। পরে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে অঙ্গ- প্রত্যঙ্গ চোরাচালানের চাঞ্চল্যকর তথ্য পান।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর