ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ঝাড়খন্ডে সংঘর্ষে নিহত ৭ মাওবাদী

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, এপ্রিল ৩০, ২০১৩
ঝাড়খন্ডে সংঘর্ষে নিহত ৭ মাওবাদী

কলকাতা : ভারতের ঝাড়খণ্ডের লাতেহারে নিরাপত্তা কর্মীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৭ মাওবাদী।

সোমবার গভীর রাতে খবর আসে কাটিয়ার জঙ্গলে প্রায় ১০০ মাওবাদী জড়ো হয়েছে।

এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে সিআরপিএফ ও কোবরা বাহিনীর জওয়ানরা।

মঙ্গলবার ভোরের দিকে শুরু হয় গুলির লড়াই। তবে পুলিশ ৭ জনের মৃত্যুর কথা বললেও, এখনও পর্যন্ত ৩ মাওবাদীর দেহ পাওয়া গিয়েছে। পুলিশর অনুমান, পালানোর সময় বাকি চারটি দেহ নিয়ে গেছে মাওবাদীরা।

ঘটনাস্থল থেকে ২টি রাইফেল, একটি ইনসাস এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে।

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।