ঢাকা: জেনেভায় চলমান বৈশ্বিক পরমাণু আলোচনা বয়কট করেছে মিশর। ১৯৯৫ সালের প্রস্তাব অনুযায়ী মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার প্রতিবাদে আলোচনা বর্জনের ঘোষণা দেয়।
সোমবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলকে এখনও পরমাণু অস্ত্রমুক্ত না করার হতাশ হয়ে জেনেভায় দুই সপ্তাহব্যাপী আলোচনা থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে মিশর।
সোমবার রাতের ওই বিবৃতিতে বলা হয়েছে, “আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চিরদিনের জন্য অপেক্ষা করতে পারব না। ”
এ ইস্যু নিয়ে যে উদাসীনতা চলছে তা মিশরের কাছে গ্রহণযোগ্য নয় সেটিরই স্পষ্ট বার্তা দিবে বৈঠক থেকে নিজেদের প্রত্যাহার করার বিষয়টি। মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়টি যেন ভুলে যাওয়া উদ্দেশ্যে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, আরব-ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপন এবং ইরান তার পরমাণু কর্মসূচি বাদ না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল গড়ে তোলা সম্ভব হবেনা। পশ্চিমারা দাবি করছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে। তবে তেহরান বরাবরই বলে আসছে, তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু কর্মসূচি চালাচ্ছে।
জেনেভা বৈঠকে ২০১৫ সালে ১৯৭০ সালের পরমাণূ অস্ত্রবিস্তাররোধকরণ চুক্তির (এনপিটি) পর্যালোচনা করার কথা রয়েছে। প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এনপিটির পর্যালোচনা হয়। ১৯৯৫ সালের পর্যালোচনায় মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্বের ১৯০টি দেশ এনপিটি চুক্তিতে সই করেছে। অস্ত্র নিয়ে বিশ্বের সবচেয়ে এক বৃহত্তম চুক্তি এটি। ইরান এ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ । ইসরায়েল, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া এ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়। উত্তর কোরিয়া ১৯৮৫ সালে চুক্তিতে সই করলেও ২০০৩ সালে প্রত্যাহার করে নেয়।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com