ঢাকা: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে অপহরণ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মোশাররফকে কোথায় নেওয়া ঠিক হবে না বলে সতর্কতাও শুনিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত সপ্তাহে গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে সতর্ক করে বলে, মোশাররফকে তার বাগানবাড়ি থেকে আদালতে নেওয়ার সময় অপহরণ করার চেষ্টা করবে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই- তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের দোসররা।
সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতাসহ চারটি মামলার সঙ্গে লড়ছেন মোশাররফ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন মোশাররফ। চার বছরের স্বেচ্ছা নির্বাসিত জীবন কাটিয়ে ২৩ মার্চ দেশে ফেরেন সাবেক এ সেনাপ্রধান।
পাকিস্তানের রাজনীতিতে পুনরায় নিজেকে জড়ানোর ইচ্ছা নিয়ে দেশে আসেন মোশাররফ। ১১ মে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com