ঢাকা: ছেলে উইলিয়াম আলেক্সান্ডারকে সিংহাসনে বসিয়ে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করলেন নেদারল্যান্ডসের রাণী বিট্রিক্স। অবসর গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ ৩৩ বছরের রাজশাসনের ইতি টানলেন তিনি।
মঙ্গলবার রাজধানী আমস্টারডার্মে রাজপ্রাসাদের ‘মোজেস হলে’ এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে সাংবিধানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করেন ৭৫ বছর বয়সী বিট্রিক্স।
দায়িত্ব হস্তান্তরের ‘পদত্যাগনামা’ অনুসারে এখন থেকে প্রিন্সেস বিট্রিক্স নামে পরিচিত হবেন সাবেক রাণী।
রানী যখন ‘দায়িত্ব হস্তান্তরনামায়’ স্বাক্ষর করছিলেন তখন রাজপ্রাসাদের বাইরে একটি বড়পর্দায় সে দৃশ্য দেখছিলেন ডাচ নাগরিকরা। সংবাদ মাধ্যম জানায়, এ সময় উল্লসিত জনতা নেচে-গেয়ে দায়্ত্বি হস্তান্তরকে স্বাগত জানান। এমনকি গত রাতে পার্টির আয়োজনও করেছিলেন অনেকে।
দেশটির রাষ্ট্রিয় ছুটির দিনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের পর সদ্য নির্বাচিত রাজা উইলিয়াম আলেক্সান্ডার রাজপ্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় স্ত্রী, তিন কন্যা ও সদ্য অবসরে যাওয়া মা রাণী বিট্রিক্স তার সঙ্গে ছিলেন।
সদ্য রাজসিংহাসনে বসা রাজা উইলিয়াম জনতার উদ্দেশ্যে বলেন, “আপনাদের আস্থা ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। ”
এর আগে সোমবার রাতে দেশটির রাষ্ট্রিয় টেলিভিশনে দেওয়া এক বিদায়ী ভাষণে রাণী বিট্রিক্স বলেন, “আমি জানি নতুন রাজদম্পতি জাতির ভালোবাসা এবং বিশ্বাসকে পুঁজি করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। ”
রাণী বলেন, “আমার বড় ছেলে এখন রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল একটি পদে আসন গ্রহণ করবে। আমার দৃঢ় বিশ্বাস উইলিয়াম আলেক্সান্ডার তাই করবেন যা এখন ভাল রাজার করা উচিত। ”
গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন রাণী। সে সময় তিনি বলেন, “নেতৃত্বের কাতারে নতুন প্রজন্মের এগিয়ে আসা দরকার। ”
উল্লেখ্য, রাষ্ট্রের অধিকর্তা হিসেবে দায়্ত্বি গ্রহণ করা উইলিয়াম ওয়েলস এন্ড হল্যান্ডের লেইডিন ইউনিভার্সিটি থেকে ইতিহাসে ডিগ্রি অর্জন করেন। ৪৬ বছর বয়সী উইলিয়াম ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত নেদারল্যান্ডের রাজকীয় নৌবাহিনীতে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর