ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে সিরিয়ায় রাসায়ণিক অস্ত্র ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ ইস্যুতে এক সঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা।
এক বিবৃতিতে হোয়াইট হাউজ সোমবার জানায়, ওবামা ও পুতিন ফোনে আলাপ করেছেন। এসময় মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ায় রাসায়ণিক অস্ত্র ব্যবহারের বিষয়ে নিজের উদ্বেগর কথা জানিয়েছে।
সিরিয়া ইস্যুতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের আরও বৈঠক করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন ওবামা-পুতিন।
জুনে ওবামা ও পুতিনের বৈঠক করার কথা রয়েছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে, প্রমাণ রয়েছে সিরিয়ায় রাসায়ণিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে ওয়াশিংটনের এ দাবিকে ‘পুরোপুরি মিথ্যা’ বলেছে দামেস্ক।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে চীনের সঙ্গে রাশিয়াও বারবার বাধা দেওয়ায় রাশিয়ার সমালোচনা করে আসছে ওয়াশিংটন।
গত সপ্তাহে ওবামা ‘শক্তিশালী তদন্তের’ প্রতিশ্রুতি দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,“রাসায়ণিক অস্ত্র ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে তা যুক্তরাষ্ট্রের নীতির জন্য ‘গেম চেঞ্জার’ হতে পারে।
২০১১ সালের মার্চে শুরু হওয়া সহিংসতায় সিরিয়াজুড়ে ৭০ হাজারের বেশি লোক নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর