ঢাকা: মায়ের ১০ ঘণ্টা ঘুম কেড়ে নিল ২ সহোদরের প্রাণ। মিরান্ডা হেবেল তার ২ ছেলে লোচল্যান স্টিভেন্স ও মালাচি গোসল করার কক্ষে রেখে দরজা বন্ধ করে বাইরে কিছু একটা আনতে যান।
২০০৮ সালে অস্ট্রেলিয়ায় ঘটে এই ঘটনা। সোমবার বিচার বিভাগীয় তদন্তের শুনানিতে এমনই বলা হয়েছে।
শুনানিতে বলা হয়, ২ বছর বয়সি লোচল্যান মেঝেতে পরে ছিল এবং তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, আর ১০ মাস বয়সি মালাচি বাথটাবের পানিতে ভাসমান অবস্থায় ছিল।
তদন্ত কর্মকর্তারা জানান, মিরান্ডা তার সন্তানদের দেখাশোনা করতেন এবং তার স্বামী ক্রিশ স্টিভেন্স কাজ করতেন। তদন্তকারীরা আরো জানান, পূর্বে মিরান্ডার কোনো মানসিক রোগ কিংবা মাদক গ্রহণের কোনো ইতিহাস নেই। কিন্তু তিনি মালাচির চঞ্চলতার কারণে কিছুদিন যাবৎ ঘুমাতে পারছিলেন না।
পোস্টমর্টাম রিপোর্ট এই ঘটনায় কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কিন্তু এক প্যাথোলজিস্ট জানান, মালাচি ডুবে মারা গেলেও লোচল্যান ক্লান্তি, ক্ষুধা এবং হাইপোথার্মিয়ায় মারা যায়।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘন্টা, এপ্রিল ৩০, ২০১৩
সম্পাদনা:আশুরা জামান, নিউজরুম এডিটর-eic@banglanews24.com