ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লিতে বিচারককে লক্ষ্য করে জুতো

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, এপ্রিল ৩০, ২০১৩
দিল্লিতে বিচারককে লক্ষ্য করে জুতো

কলকাতা ; ভারতে ১৯৮৪-এর শিখ বিরোধী দাঙ্গা মামলায় বেকসুর খালাস পেলেন দিল্লির সাবেক কংগ্রেস সংসদ সদস্য সজ্জন কুমার। তার বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে একটির রায় ঘোষণা দিল মঙ্গলবার।

আর এই মামলার রায়ের পর বিচারককে লক্ষ্য করে জুতো ছুড়ে মারা হল।  

কারকাডুমার বিশেষ সিবিআই আদালতে তাকে ১৯৮৪-র দাঙ্গা সংক্রান্ত সেই মামলা থেকে মুক্তি দেওয়া হলো। এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত চত্বরে ভিড় করে থাকা বিভিন্ন শিখ সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তারা তীব্র প্রতিবাদ জানান এই বিচারের। বিচারক এজলাসের বাইরে বেরিয়ে এলে জনতা আরও উত্তেজিত হয়ে পড়েন। এই সময় বিচারকের দিকে জুতা ছুঁড়ে মারেন এক ব্যক্তি।

দিল্লি ক্যান্টনমেন্ট অঞ্চলে ‘৮৪-এর দাঙ্গায় খুন, ডাকাতি, দাঙ্গা, হিংসায় উস্কানি এবং সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট করার মত গুরুতর অভিযোগ আনা হয়েছিল সজ্জন কুমারের বিরুদ্ধে। এর সব কটি অভিযোগ থেকেই মুক্তি পেলেন তিনি।

নানবতী কমিশনের রিপোর্টের ভিত্তিতে সজ্জন কুমারের বিরুদ্ধে ২০০৫-এ মামলা দায়ের করা হয়। ২০১০-এর জানুয়ারিতে তার বিরুদ্ধে সিবিআই দুটি চার্জশিট পেশ করে।
গত সপ্তাহে সিবিআই রিপোর্ট, ১৯৮৪-এর শিখ বিরোধী দাঙ্গায় সজ্জন কুমারের সঙ্গে পুলিশের ষড়যন্ত্র ছিল।

কংগ্রেসের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, দাঙ্গার সময় দিল্লি ক্যান্টনমেন্টে সুলতানিপুর অঞ্চলে পরিকল্পিত ভাবে দাঙ্গা সংগঠিত করেছিলেন তিনি। শুধু তাই নয় জনতাকে ভয়াবহ খেপিয়ে তুলেছিলেন তিনি। এই হিংসার বলি হন ছ’জন শিখ ধর্মাবলম্বী সাধারণ মানুষ।

নিম্ন আদালতে দুটি ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগও ছিল সজ্জন কুমারের বিরুদ্ধে।

বাংলাদেশ সময় : ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।