ঢাকা: ব্যবসায়িক সাফল্যলোভী কনসার্টের আয়োজকদের অতিরিক্ত চাপের কারণেই পপতারকা মাইকেল জ্যাকসনের মৃত্যু ত্বরান্বিত হয়েছে বলে জানিয়েছেন আদালত।
সোমবার জ্যাকসনের পরিবারের পক্ষ থেকে দায়ের করা একটি দেওয়ানি মামলার শুনানিতে আদালত বলেন, “এ ধরনের মানসিক চাপই পপতারকাকে মৃত্যুর দিকে দ্রুত ঠেলে দিয়েছে।
৪০ বিলিয়ন ডলার মূল্যমানের দায়ের করা এই দেওয়ানি মামলার শুনানিতে আইনজীবি ব্রায়ান প্যানিশ বলেন, “এইজি (আন্সুটজ এন্টারটেইনমেন্ট গ্রুপ) কর্তৃপক্ষ ব্যবসায়িক লাভের জন্য এতটাই উন্মাদ ছিলেন যে, কে ক্ষতিগ্রস্থ হচ্ছে- না হচ্ছে সে দিকে কোন নজরই ছিল না তাদের। ”
পরিবারের দাবি, লন্ডনের ও২ অরেনায় কনসার্ট করার জন্য সম্মতিপত্রে স্বাক্ষর করতে জ্যাকসনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেন এইজির কর্তারা।
আইনজীবি প্যানিশ বলেন, ‘এইজি’ তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ‘লাইভ ন্যাশন’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে জ্যাকসনের ওপর অযাচিত চাপ সৃষ্টি করে।
এ সময় চার বছর ধরে পরিসেবকের দায়িত্ব পালন করা জ্যাকসনের ব্যক্তিগত চিকিত্সক কনরাড মুরের নির্মমতার বর্ণনাও দেন প্যানিশ।
উল্লেখ্য, জ্যাকসনের ব্যক্তিগত চিকিত্সক মুরকে ‘প্রপফল’ নামক ব্যাথানাশক ঔষুধের মাত্রাধিক্য প্রয়োগ করার দায়ে ৪ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
বাংলাদেশ: ১৮৩৮ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর