ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারত থেকে বাড়তি চিনি রপ্তানির অনুমতি

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, এপ্রিল ৩০, ২০১৩

কলকাতা: চলতি অর্থবছরেই (অক্টোবর থেকে সেপ্টেম্বর) চিনি রপ্তানির অনুমোদন দিতে চলেছে নয়াদিল্লি।

ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কেভি টমাস জানান, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদের আগামী বৈঠকেই বিষয়টি চূড়ান্ত হতে পারে।



রপ্তানির যুক্তি হিসেবে তিনি বলেন, “দেশে এবার যথেষ্ট পরিমাণ চিনি উৎপাদন হয়েছে। তাই ঘরোয়া চাহিদা মিটিয়েই চিনি রপ্তানি করা সম্ভব। ”

টমাস বলেন, “দেশে ২২ মিলিয়ন টন চিনির প্রয়োজন হয়। চিনি উৎপাদন এবার ২৪.৭৬ মিলিয়ন টন হওয়ার কথা ছিল। কিন্তু উৎপাদন প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে। পরিমাণ ২৫.৬০ মিলিয়ন টন। যদিও চিনি কলগুলোর সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবার চিনির উৎপাদন ২৬ মিলিয়ন টন হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে খুব শিগগিরই। ”

সরকার ইতোমধ্যে ২০১১-১২ অর্থবছরে তিন মিলিয়ন টন চিনি রপ্তানির অনুমোদন দিয়েছে। আগামী অর্থবছরেও চিনির উৎপাদন এবারের মতোই হবে বলে আশা প্রকাশ করেছেন টমাস।

তিনি বলেন, “কৃষিমন্ত্রণালয় থেকে যে সব তথ্য পাওয়া গিয়েছে তাতে অনুমান করা যাচ্ছে চিনি উৎপাদন এবারও ঠিক থাকবে। ”

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
সম্পাদনা: তানিম কবির ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।