ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সাবেক বামফ্রন্ট মন্ত্রীর বিরুদ্ধে মমতার ভাইপোর মামলা

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, এপ্রিল ৩০, ২০১৩

কলকাতা: বামফ্রন্টের সাবেক মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূল যুবার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে এ কথা জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।



গত রোববার রাজ্যের উত্তর ২৪ পরগনার পানিহাটিতে সিপিএমের এক জনসভায় সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতিতে গৌতমবাবু অভিষেকের ব্যবসায়িক সংস্থা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি অভিযোগ করেন , মুখ্যমন্ত্রীর ভাইপো মাত্র বছর তিনেকের মধ্যে ব্যবসা করেছেন প্রায় তিনশো কোটি টাকা। মাইক্রো ফিন্যান্সের নামে তিনি চিট ফান্ডও করেন।

এদিন তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে পার্থবাবু বলেন, “গৌতমবাবুর মতো বাতিল হওয়া নেতা নিজের মানসিক বিকৃতির পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রীর পরিবারকে জড়িয়ে মন্তব্য করে। ”
 
পার্থবাবুর দাবি, অভিষেক এমবিএ পাশ করা একজন উচ্চশিক্ষিত যুবক। তাকে নিয়ে গৌতমবাবুর বক্তব্য প্রলাপ ছাড়া আর কিছুই নয়। অভিষেকবাবু নিজেই আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

গৌতমবাবু ছাড়াও যেসব মিডিয়া এ মামলার সংবাদ পরিবেশন করেছে, তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে জানান তৃণমূল মহাসচিব।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
তারিক/সম্পাদনা: আসিফ আজিজ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।