আগরতলা (ত্রিপুরা): রাজ্যে ঘটল আরও দুটি ধর্ষণের ঘটনা। আক্রান্ত দুজনই নাবালিকা।
এ ব্যাপারে মঙ্গলবার বিধানসভায় বিরোধীরা চেপে ধরে সরকার পক্ষকে। মুখ্যমন্ত্রী নারী নির্যাতন রুখতে সর্বদলীয় বৈঠক ডাকার ঘোষণা দিয়েছেন। যদিও কবে এই সর্বদলীয় বৈঠক ডাকা হবে তা জানা যায়নি। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে নারী নির্যাতনের বিরুদ্ধে মৌন মিছিল করে প্রদেশ কংগ্রেস।
গত রবিবার অমরপুরে গণধর্ষণের শিকার হয় এক নাবালিকা। সে তার পরিবারের লোকজনদের সাথে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলো। সেখানে তাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে সাত যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ। সোমবার এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এদিকে সোমবার উদয়পুরে ধর্ষণের শিকার হয় এক স্কুলছাত্রী।
উল্লেখ্য, গত সপ্তাহে অমরপুরেই ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর খুন করা হয়েছিল।
পরপর ধর্ষণের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীরা এ ধরনের ঘটনার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
তন্ময়/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর